এক্সক্লুসিভ

লালমনিরহাটে কুকুরের দুধ খাচ্ছে ছাগলছানা

স্টাফ রিপোর্টারঃ

স্টাফ রিপোর্টারঃ

বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
লালমনিরহাটে কুকুরের দুধ খাচ্ছে ছাগলছানা
বাড়ির উঠানে একটি কুকুর দাঁড়িয়ে আছে। লেজ নাড়তে নাড়তে তার দিকে ছুটে এলো কয়েকটি ছাগলছানা। এরপর ছানাগুলো কুকুরটির দুধ পান করতে থাকে। পরম মাতৃস্নেহে তাদের দুধ পান করাচ্ছে সেই কুকুরটি। এভাবে ধীরে ধীরে বেড়ে উঠছে ছাগলছানা গুলো। বিরল দৃশ্য দেখে অবাক হয়েছেন ওই এলাকার মানুষ।

সরেজমিনে, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনাহাট এলাকার আহমেদ হাবিব রানার বাড়ির উঠানে এমন চিত্র দেখা গেছে।

দেখা যায়, কয়েকটি ছাগল ছানাকে দুধ খাওয়াচ্ছে একটি কুকুর। যেন মায়া-মমতা সব কিছু দিয়েই আঁকড়ে ধরে রেখেছে কুকুরটি। ছাগল ছানাগুলোও পরম আগ্রহে কুকুরের দুধ পান করছে অনায়াসে।

এ বিষয়ে আহমেদ হাবিব রানা বলেন, কুকুরটা অনেক দিন যাবত এভাবেই ছানাগুলোকে বুকের দুধ দিয়ে আসছে। এতে ধীরে ধীরে বেড়ে উঠছে ছানাগুলো।

কাকিনা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান তাহির তাহু বলেন, কুকুর-ছানাগুলোর মধুর সম্পর্কের বিষয়টি বিরল। এ থেকে আমাদের অনেক কিছুই শিক্ষণীয় রয়েছে।

কালীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. 
ডাঃ মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, কুকুর ছাগল ছানাগুলোকে  যেভাবে মাতৃস্নেহ দিয়ে দুধ খাওয়াচ্ছে। তা সত্যিই অবাক করার বিষয়।