বিনোদন

এ সময়ের জনপ্রিয় কথাসাহিত্যিক আরএম সেলিম শাহীর একটি আনপ্যারালাল সনেট কবিতা “তোমাকে ঘিরে”।

স্টাফ রিপোর্টারঃ

স্টাফ রিপোর্টারঃ

শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
এ সময়ের জনপ্রিয় কথাসাহিত্যিক আরএম সেলিম শাহীর একটি আনপ্যারালাল সনেট কবিতা “তোমাকে ঘিরে”।
বিনোদন ডেস্ক:
আমি করুণার পাত্র নই, প্রতিহিংসার আগুন। 
আমি ফুলের সৌরভ নই, কাঁটার রক্তাক্ত আঘাত। 
আমি ঝর্ণার প্রবাহিকা নই, রক্তের স্রোতধার।
আমি আষাঢ়ের বাদল নই, কালবৈশাখী ঝড়।
আমি নদীর কলধ্বনি নই, সাগরের উত্তাল তরঙ্গ। 
আমি বৃদ্ধা নই, আমি তরুণ, আমি যুবক। 
আমি আধাঁর নই, আলোর প্রদীব শিখা।
আমি কবি নই, হয়তো বা কবিতার ছন্দ। 
আমি প্রেমিক নই, প্রিয়ার যত যন্ত্রণা। 
আমি বর্ষার বর্ষণ নই, গ্রীষ্মের প্রখরতা। 
আমি কখনোই ভীরু নই, আমি দূর্জয়, দূর্গম দুরন্ত।
আমি কখনো শান্ত নই, অশান্তির তীব্র তুফান। 
আমি হৃদয়বান নই, নির্দয়, হৃদয়হীনা পাষন্ড।
আমি অশ্রুর পূজারী নই, হাসির প্লাবন। 
আমি সোহাগ পাবার নই, আঘাতে আঘাতে জর্জরিত। 
আমি ভালোবাসার নই, বিরহের এক কুণ্ড আগুন। 
আমি সতর্ক পথিক নই, পথভ্রান্ত। 
আমি জলে ফোঁটা পদ্ম নই, স্রোতে ভাসা শ্যাওলা। 
আমি সৈনিক নই, সৈন্যের রক্তাক্ত বুলেট।
আমি ঋষি নই, আমি দরিদ্র, আমি শূন্য। 
আমি কাহারো নই, কেহ আমার না, আমি এক বড় একা।