অপরাধ

পদ্মা নদীতে নিষিদ্ধ চায়না দুয়ারী দিয়ে মাছ ধরার অভিযোগ আটক-২

স্টাফ রিপোর্টারঃ

স্টাফ রিপোর্টারঃ

শনিবার, ৪ মে, ২০২৪
পদ্মা নদীতে নিষিদ্ধ চায়না দুয়ারী দিয়ে মাছ ধরার অভিযোগ আটক-২
 রাজবাড়ী প্রতিনিধি :  নাজিরগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলন ও নিষিদ্ধ চায়না দুয়ারী দিয়ে মাছ ধরার অভিযোগে দুইজন ব্যক্তি  গ্রেফতার করেছে নৌপুলিশ। 
এরা হলো,পাবনা সদর থানধীন চর বলরামপুর গ্রামের মৃত আরান মল্লিক এর ছেলে  আসামী ১। মোঃ কদ্দুস মল্লিক (৫৫) ও  একই থানার শ্রীরামপুর গ্রামের মোঃ আঃ গফুর মালিখার ছেলে২। মোঃ সুমন হোসেন (৩০) কে গ্রেপ্তার করে নৌপুলিশ। 
এসময় এদের নিকট হতে উদ্ধার করা হয় বিপুল পরিমাণে নিষিদ্ধ চায়না দুয়ারী ও ইঞ্জিন চালিত নৌকা। যার মুল্যো আনুমানিক প্রায় ১ লাখ টাকা। 
এবিষয়ে নাজিরগঞ্জ নৌপুলিশ ফাঁড়ি ওসি সাইদুর রহমান জানান, পদ্ম নদীকে সুরক্ষিত করতে নাজিরগঞ্জ নৌপুলিশ সদা প্রস্তুত রয়েছে। অবৈধ বালু উত্তোলন ও নিষিদ্ধ চায়ান দুয়ারী দিয়ে মাছ সুযোগ দেওয়া হবে না কাউকে।