অপরাধ

ভায়রার প্রতারণার টাকা আদায় অপহরণ, অতঃপর

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

শনিবার, ৪ মে, ২০২৪
ভায়রার প্রতারণার টাকা আদায় অপহরণ, অতঃপর
ভায়রার প্রতারণার টাকা আদায় করতে অপহরণ করা হয় আনোয়ার হোসেনকে। অপহরণ ঘটনায়  চক্রের মূল হোতা খোকন হাজীসহ সাতজনকে আটক করেছে র‍্যাব।

দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকা থেকে অপহরণ চক্রকে আটকের পর তাদের কাছ থেকে উদ্ধার করা হয় শটগান, রিভলবার, ৮ রাউন্ড গুলি ও  নগদ টাকা। 

শুক্রবার (৩ মে) সকালে র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে লেফটেনেন্ট কর্নেল ফিরোজ কবির জানান, অপহরণের শিকার আনোয়ারের ভায়রা মোস্তফা হাওলাদার ২০১৭ সালে কষ্টিপাথর ব্যবসায়ী খোকন হাজীকে নকল কষ্টিপাথর ও ধাতব মুদ্রা দিয়ে ৯৫ লাখ টাকা হাতিয়ে নেয়। এরপর থেকে খোকন হাজী তার বাহিনী নিয়ে মোস্তফা হাওলাদারকে খুঁজতে থাকে। তাকে না পেয়ে পহেলা মে ভায়রা আনোয়ার হোসেনকে ফতুল্লা থেকে অপহরণ করে ৯৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। আনোয়ারের পরিবার ১৭ লাখ টাকা দিলেও মুক্ত করতে পারেনি তাকে। পরে র‍্যাব অভিযান চালিয়ে আনোয়ারকে উদ্ধার করে।