সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে সচিবালয়ের কর্মচারীরা কর্মসূচিতে পরিবর্তন এনেছেন। পূর্বঘোষিত এক ঘণ্টার কর্মবিরতির পরিবর্তে তারা এবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কাছে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন। আগামী রোববার তিন উপদেষ্টার কাছে এবং সোমবার আরও দুই উপদেষ্টার কাছে স্মারকলিপি হস্তান্তর করা হবে। পাশাপাশি মাঠপর্যায়ের সংস্থা ও প্রতিষ্ঠানপ্রধানদের মাধ্যমেও এই দাবি জানানো হবে। এদিকে আন্দোলনরত কর্মচারীরা জানান, যদি প্রধান উপদেষ্টার জাপান সফর শেষে কোনো ইতিবাচক সাড়া না মেলে, তবে আন্দোলন অব্যাহত থাকবে এবং ঈদের আগে নতুন কর্মসূচিও ঘোষণা করা হবে।
অন্যদিকে একই দাবিতে ২৫ ক্যাডারের কর্মকর্তারা দ্বিতীয় দিনের মতো কলমবিরতি পালন করেছেন। তবে চট্টগ্রামের সম্মিলিত পেশাজীবী পরিষদ এসব কর্মসূচিকে বেআইনি উল্লেখ করে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। নতুন অধ্যাদেশে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিধান থাকায় আন্দোলনকারীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।