সারাদেশ

সন্ত্রাসী যেই হোক, ছাড় নয়: কোস্টগার্ডের সক্ষমতা বাড়ছে—স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টারঃ

স্টাফ রিপোর্টারঃ

শনিবার, ১৭ মে, ২০২৫
সন্ত্রাসী যেই হোক, ছাড় নয়: কোস্টগার্ডের সক্ষমতা বাড়ছে—স্বরাষ্ট্র উপদেষ্টা
 সন্ত্রাসী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না—এমন কঠোর বার্তা দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তায় কোস্টগার্ড সবসময় জাগ্রত থাকবে। শনিবার দুপুরে মোংলায় বাংলাদেশ কোস্টগার্ডের পশ্চিম জোন পরিদর্শন শেষে বোট ওয়ার্কশপ ও স্লিপওয়ের উদ্বোধন করেন তিনি। পরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি জানান, এই নতুন সংযোজন শুধু কোস্টগার্ড নয়, বরং মোংলা বন্দর, নৌবাহিনী, বিজিবি, নৌ পুলিশ ও বন বিভাগের বোট মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য একটি আধুনিক প্রযুক্তিনির্ভর কেন্দ্র হিসেবে কাজ করবে। উপকূলীয় এলাকায় ঝুঁকিপূর্ণ অপারেশনে কোস্টগার্ড সদস্যরা নিয়মিত অংশগ্রহণ করেন জানিয়ে উপদেষ্টা বলেন, সে কারণেই ওয়ার্কশপটি আধুনিক প্রযুক্তি ও সুবিধাসম্পন্ন করে গড়ে তোলা হয়েছে। 

তিনি আরও বলেন, কোস্টগার্ডকে যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে ইতোমধ্যে ইনশোর পেট্রোল ভেসেল, ফ্লোটিং ক্রেন এবং টাগ বোট যুক্ত করা হয়েছে বহরে। পাশাপাশি বুলেটপ্রুফ হাই স্পিড বোট, সার্ভেইল্যান্স ড্রোন ও দ্রুতগামী জাহাজ সংযোজনের কাজ চলমান রয়েছে। ভবিষ্যতে কোস্টগার্ডের জন্য হেলিকপ্টার সংযোজনের পরিকল্পনাও রয়েছে বলে জানান উপদেষ্টা। এতে উপকূলীয় নিরাপত্তা ও বাংলাদেশের জলসীমায় সার্বভৌমত্ব রক্ষায় বাহিনী আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে বলেও তিনি মন্তব্য করেন। 

তিনি আরও বলেন, চলতি বছরের জানুয়ারিতে সমুদ্রে অবস্থানরত অবস্থায় ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে প্রতিবেশী দেশের সঙ্গে জেলে বিনিময়ের মতো গুরুত্বপূর্ণ কাজ সফলভাবে সম্পন্ন করেছে কোস্টগার্ড, যা তাদের পেশাদারিত্বের প্রমাণ। এছাড়া কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে দ্রুত আরও পাঁচটি বড় বোট কেনার প্রস্তাব দেওয়া হয়েছে এবং প্রয়োজনে হেলিকপ্টারও কেনা হবে বলে সাংবাদিকদের জানান তিনি।