সারাদেশ

লালমনিরহাটে শুরু তিন দিনের ইজতেমা অংশ নিবেন ৫০ হাজারেরও বেশি মুসল্লি

স্টাফ রিপোর্টারঃ

স্টাফ রিপোর্টারঃ

শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
লালমনিরহাটে শুরু তিন দিনের ইজতেমা অংশ নিবেন ৫০ হাজারেরও বেশি মুসল্লি
লালমনিরহাট শহরের কালেক্টরেট মাঠে গতকাল  ফজরের নামাজের পর আমবয়ানের মাধ্যমে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে। ইজতেমায় বয়ান করবেন রাজধানীর কাকরাইল মসজিদের বরেণ্য ১০ আলেম।
জেলা ইজতেমা বাস্তবায়ন কমিটি জানিয়েছে, টঙ্গীর বিশ্ব ইজতেমার পর লালমনিরহাট জেলা ইজতেমা উত্তরাঞ্চলে মুসলমানদের সবচেয়ে বড় জমায়েত।এবার জেলার প্রায় ৫০ হাজার মুসল্লি ছাড়াও রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে তাবলিগ জামাতের অনুসারী ধর্মপ্রাণ মুসলমানগণ অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।আজ সকাল থেকেই মুসল্লিরা ইজতেমা মাঠে আসতে শুরু করেছেন। তাদের জন্য অজু ও গোসলখানাসহ পর্যাপ্ত শৌচাগারের ব্যবস্থা করা হয়েছে।

এছাড়া স্বাস্থ্যসেবায় বিনামূল্যে একাধিক মেডিকেল টিম কাজ করবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের পাশাপাশি দুই শতাধিক স্বেচ্ছাসেবক সার্বক্ষণিক কাজ করবেন  ইজতেমা ময়দানে সার্বক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে বলে জানান,জেলা পুলিশ সুপার এছাড়া ইজতেমা মাঠের নিরাপত্তায় আয়োজকদের সঙ্গে কথা বলে কর্মপন্থা সাজানো হয়েছে।আগামী ৫ অক্টোবর আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের জেলা ইজতেমা।