সারাদেশ

রাজবাড়ীতে ট্রেনের বগি লাইনচ্যুত, ২ ঘণ্টা পর উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ

স্টাফ রিপোর্টারঃ

সোমবার, ১৫ জুলাই, ২০২৪
রাজবাড়ীতে ট্রেনের বগি লাইনচ্যুত, ২ ঘণ্টা পর উদ্ধার
রাজবাড়ীতে শাটল ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার দুই ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। গোয়ালন্দ ফিড মিল এলাকায় আজ সোমবার সকাল পৌনে ৮টার দিকে ট্রেনের বগিটি লাইনচ্যুত হয়।বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী রেলস্টেশনের মাস্টার তন্ময় কুমার দত্ত।
স্টেশন মাস্টার বলেন, ফিড মিল এলাকায় সকালে শাটল ট্রেনটি বিকট শব্দে লাইনচ্যুত হয়। আশপাশের লোকজন দ্রুত এসে দেখতে পান রেললাইন থেকে ট্রেনটির একটি চাকা নিচে পড়ে গেছে। তবে এতে কোনো যাত্রী বা আশপাশে থাকা বাড়িঘর ও মানুষের ক্ষয়ক্ষতি হয়নি।
তন্ময় কুমার দত্ত আরও বলেন, শাটল ট্রেনের ইঞ্জিনের পেছনের বগির একটি চাকা লাইন থেকে নিচে পড়ে যায়। দুই ঘণ্টা চেষ্টার পর চাকাটি উদ্ধার করার হয়। এরপর ট্রেনটি ছেড়ে যায়।এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।