চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের ভেতর চোলাই মদ তৈরি ও বন্য প্রাণী শিকারের অভিযোগে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে জীববিজ্ঞান অনুষদসংলগ্ন পাহাড়ি এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম সুমন চাকমা (৫০)। তিনি খাগড়াছড়ির বাসিন্দা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে চাষাবাদের উদ্দেশ্যে ক্যাম্পাসে একটি জমি ইজারা নিয়েছিলেন। তবে ওই জমিতে চাষাবাদের আড়ালে তিনি চোলাই মদের কারখানা গড়ে তোলেন—এমন অভিযোগ পেয়েই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নজরদারি বাড়ায়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১২টার দিকে প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দীর নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযান চলে প্রায় তিন ঘণ্টা। সুমনের ঘরের পাশের একটি বেড়ার কক্ষ এবং লম্বা বারান্দা জুড়ে মদ তৈরির নানা সরঞ্জাম পাওয়া যায়। তল্লাশিতে সদ্য উৎপাদিত প্রায় ৩০ লিটার চোলাই মদসহ মদ উৎপাদনের বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে।
সহকারী প্রক্টর নুরুল হামিদ বলেন, আটকের পর রাতেই তাঁকে থানায় সোপর্দ করা হয়েছে। ভাড়া নেওয়া জমিতে অবৈধভাবে মদের ব্যবসা পরিচালনা ও অনুমতি ছাড়া গাছ কাটার কারণে তাঁর ইজারা বাতিল করা হবে, পাশাপাশি জরিমানার ব্যবস্থাও নেওয়া হবে।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, সুমন চাকমার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাঁকে থানায় হেফাজতে রাখা হয়েছে এবং মঙ্গলবার আদালতে পাঠানো হবে।