চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন মোড় এলাকায় কেডিএস ফ্যাক্টরির পেছনের একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সকাল পৌনে ১০টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ফায়ার সার্ভিসের উপপরিচালক জসিম উদ্দিন বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে দ্রুত ইউনিট পাঠানো হয়। প্রাথমিকভাবে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।’
আগুন নেভানোর পর বস্তির ঘরগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা যায়। আগুনে কতটি ঘর পুড়েছে এবং ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা কত—তা নিশ্চিত করতে কাজ করছে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস।