জাতীয়

বৃদ্ধদের নিজেই ব্লেড দিয়ে অঙ্গপ্রত্যঙ্গ কাটতেন মিল্টন: ডিবিপ্রধান

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ৫ মে, ২০২৪
বৃদ্ধদের নিজেই ব্লেড দিয়ে অঙ্গপ্রত্যঙ্গ কাটতেন মিল্টন: ডিবিপ্রধান
হাসপাতালে রোগী না পাঠিয়ে অসহায় বিভিন্ন মানুষ বিশেষ করে বৃদ্ধদের ব্লেড দিয়ে নিজেই অপারেশনের নামে কাঁটাছেড়া করে শরীর থেকে বের হওয়া রক্ত দেখে মিল্টন সমাদ্দার পৈশাচিক আনন্দ পেতেন বলে জানিয়েছেন ডিবি অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

 রোববার (৪ মে) দুপুরে মিন্টো রোডে কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

রোববার (৫ মে)৩ দিনের রিমান্ড শেষ করে মিল্টনের কাছ থেকে এমন ভয়াবহ তথ্য পাওয়া গেছে বলে জানায় ডিবি।


ডিবিপ্রধান আরো বলেন, ‘মিল্টন সমাদ্দারকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। এতে ভয়াবহ ও লোমহর্ষক অনেক তথ্য বেরিয়ে এসেছে। মাদকাসক্ত মিল্টন মানুষের হাত-পা কেটে পৈশাচিক আনন্দ উপভোগ করতেন বলে জানান তিনি ।’

মিল্টন সমাদ্দার জনসেবামূলক এসব কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পেয়েছেন সরকারি-বেসরকারি নানা পুরস্কারও। তবে মিল্টন সমাদ্দার যেটুকু ভালো কাজ করেছেন, তার থেকে প্রচার করেছেন বেশি।
 
বুধবার (১ মে) রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিল্টন সমাদ্দারকে আটক করে ডিবি।