নির্বাচনের দিন ইন্টারনেট সংযোগ সচল রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি টেলিফোন, ফ্যাক্স সংযোগও সচল রাখতে হবে। ভোটের ফলাফল দ্রুত পাঠাতে এমন নির্দেশনা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক-৬ শাখা থেকে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়।
ওই পরিপত্রে ভোট গ্রহণে সাহসী ও নিরপেক্ষ কর্মকর্তাদের নিযুক্ত করার নির্দেশনাও দেওয়া হয়েছে পরিপত্রে।
তাতে বলা হয়েছে, পক্ষপাতদুষ্ট ব্যক্তিদের ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে নিয়োগ না দেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে। একইসঙ্গে রিটার্নিং অফিসারকে ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটির সদস্যদের জন্য যানবাহন ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে।