আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর ঢাকা-১৬ আসনে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী আমিনুল হক’র সমর্থনে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। যেটি
পল্লবী ১২নং বিআরটিসি বাস ডিপো (আবেশ হোটেল) থেকে শুরু করে ১০নং পপুলার হয়ে ৬নং বাজার হয়ে চলন্তিকার মোড় হয়ে আরামবাগ ও আবাসিক মোড় দিয়ে রুপনগর টিনসেট হয়ে ঘরোয়ার মোড়ে গিয়ে শেষ হয়। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় নেতাকর্মীদের উদ্যোগে এ প্রচারণা চালানো হয়।
গণমিছিলে আমিনুল হকের পক্ষে অংশ নেন যুবদল ৬নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক হাজী মো. আরমান সোহেল এবং পল্লবী থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার টিটুসহ স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ।
গণমিছিতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির প্রার্থী আমিনুল হক বলেন, আমি জনগণের পাশে ছিলাম, আছি এবং থাকব। আপনাদের ভালোবাসা ও সমর্থন নিয়ে ইনশাআল্লাহ এই আসনে বিএনপিকে বিপুল ভোটে বিজয় নিশ্চিত করব।
এ সময় হাজী মো. আরমান সোহেল বলেন, আমিনুল ভাইকে বিজয়ী করার জন্য আমি আমার ওয়ার্ডের সকল কর্মী-সমর্থক এবং মা–বোনদের সঙ্গে নিয়ে মাঠে আছি। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি, ইনশাআল্লাহ জয় আমাদের হবে। অন্যদিকে আরমান সোহেলের নেতৃত্বে পল্লবী থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার টিটু বলেন,
তরুণ প্রজন্ম ও ছাত্রসমাজ এখন পরিবর্তনের পক্ষে। তারা মাদককে ‘না’ বলে উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আমিনুল ভাইয়ের পাশে দাঁড়িয়েছে। আশা করি আমরা এই আসনে ধানের শীষকে বিজয় উপহার দিতে পারব , এবং তরুন যুব সমাজকে নিয়ে নতুন বাংলাদেশ গরার লক্ষে এগিয়ে যাবো , আমরা কোন সন্ত্রাস আওয়ামী চাদা বাজদের কোন ভাবেই প্রশ্রয় দিবো না , আমরা যুবদল আমাদের লক্ষে অটুট থাকবো । গণমিছিল শেষে নেতাকর্মীরা স্থানীয় জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন, এবং ১৬ আসনের প্রাথী আমিনুল হক ভোটারদের কাছে সমর্থন কামনা করেন।