জাতীয়

ভোটে সাড়ে ৪ হাজার নির্বাহী ম্যাজিস্ট্রেট চায় ইসি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
ভোটে সাড়ে ৪ হাজার নির্বাহী ম্যাজিস্ট্রেট চায় ইসি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সারাদেশে প্রায় সাড়ে চার হাজার নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এজন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে আবেদন করেছে নির্বাচন কমিশন।

সোমবার (২০ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমানের সই করা এক আবেদন থেকে এ তথ্য জানা যায়।

ওই আবেদনে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে গত ১৫ নভেম্বর। যা অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি। মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর আওতায় আচরণবিধি প্রতিপালনার্থে প্রত্যেক নির্বাচনী এলাকায় প্রয়োজনীয় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ লক্ষ্যে ৩০০টি নির্বাচনী এলাকায় ২৮ নভেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা প্রয়োজন।

ইসির পক্ষ থেকে বলা হয়, ন্যূনতম তিন ইউনিয়নের জন্য একজন এবং দুর্গম (পার্বত্য এলাকাসহ) ও দূরবর্তী প্রতি দুই ইউনিয়নের জন্য একজন করে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা প্রয়োজন।

এছাড়া প্রতি পৌরসভার জন্য তিনজন, তবে বৃহৎ পৌরসভার ক্ষেত্রে চারজন করে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা প্রয়োজন বলেও মনে করছে ইসি। সিটি করপোরেশনের প্রতি ৪-৫টি সাধারণ ওয়ার্ডের জন্য একজন, তবে ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় সর্বোচ্চ প্রতি তিন ওয়ার্ডের জন্য একজনের নিয়োগ চায় ইসি। 

এদিকে, ইসি ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর আর প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। ১৮ ডিসেম্বর প্রচারণা শুরু হয়ে চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।