ভারতের সাথে পেঁয়াজ আমদানি অনুমোদনের মেয়াদ শেষ হওয়ায় বন্দরগুলো দিয়ে পেঁয়াজ আসা স্থগিত করা হয়েছে।
মূলত কৃষকদের এবারের পেয়াজের ন্যায্য মূল্য এবং স্বার্থ বিবেচনায় সরকারের পক্ষ থেকে পেয়াজ আমদানি বন্ধ রাখা হয়েছে। তবে হুট করে পেঁয়াজ আমদানি বন্ধ হওয়ায় সিন্ডিকেট ব্যবসায়ীরা দাম বৃদ্ধি করতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
বন্দর কর্তৃপক্ষের একাধিক সূত্রে জানা যায়, বন্দর দিয়ে সর্বশেষ ৩০ এপ্রিল বাংলাদেশে পেঁয়াজ এসেছে। আর আমাদের ভারতের সাথে চুক্তি শেষ হয়েছে ৫ মে। তবে সর্বশেষ পেঁয়াজ আসার পর থেকে এখন পর্যন্ত কেজিতে ৯-১১ টাকা বৃদ্ধি পেয়েছে।
হিলি বন্দরের আমদানিকারক শাহরিয়ার আলম জানান, ভারতের সাথে পেঁয়াজ আমদানির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় আমদানি বন্ধ হয়ে গেছে। একইসাথে সকল বন্দরগুলো দিয়ে আমদানি আসেনি। সরকার নতুন করে ভারতের সাথে আমদানির অনুমোদনের জন্য আবেদন করেছে। ঈদুল আযহায় পূর্বে পেয়াজ আমদানি না করতে পারলে বাজার কিছুটা অস্থিতিশীল হতে পারে।
হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা ইউসুফ আলী বলেন, শেষ ২৯ মার্চ পেঁয়াজ আমদানির মেয়াদ শেষ হলেও তা বাড়িয়ে ৫ মে পর্যন্ত করা হয়। কিন্তু নতুন আমদানির মেয়াদ না হওয়ায় তা বন্ধ রয়েছে। কবে নাগাদ পেঁয়াজ আমদানি শুরু হবে তা জানাতে পারেনি সংশ্লিষ্ট কেউই।