আন্তর্জাতিক

ওমরাহ পালনে মুসল্লিকে বড় সুখবর দিলো সৌদি আরব

Staff Reporter

Staff Reporter

শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
ওমরাহ পালনে মুসল্লিকে বড় সুখবর দিলো সৌদি আরব
বিশ্বের যেসব মুসল্লিরা  ওমরাহ পালন করতে চান তাদের জন্য বড় সুখবর দিয়েছে সৌদি আরব।

সৌদি আরব জানিয়েছে, এখন থেকে যে কোনো ভিসা নিয়ে সৌদিতে আসলেই ওমরাহ করা যাবে। অর্থাৎ শুধুমাত্র ওমরাহ’র আলাদা ভিসার প্রয়োজন হবে না।

এ ব্যাপারে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় মাইক্রো ব্লগিং সাইট এক্সের পোস্টে জানা গেছে, “যে কোনো ভিসা নিয়ে যে কোনো দেশ থেকে আসা ব্যক্তিরা সুন্দর ও আরামদায়ক ওমরাহ পালন করার সুযোগ পাবেন।”

মন্ত্রণালয়টি আরো বলেছে, ফ্যামিলি, ট্রানজিট, লেবার এবং ই-ভিসাধারী সবাই কোনো বাধাহীন ভাবে  ওমরাহ পালন করতে পারবেন। 

সৌদির মাটিতে পা রাখার পর দেশটির সরকারি ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে ওমরাহর অনুমতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে। \

সৌদির বাইরের মুসল্লিরা যাতে  নির্বিঘ্নে কোন সমস্যাছাড়া এবং সুন্দরভাবে ওমরাহ পালন করতে পারে সেজন্য সাম্প্রতিক বছরগুলোতেও নানা উদ্যোগ নিয়েছেন সৌদির সরকার।

বিশেষ করে যারা আর্থিকভাবে সমস্যাগ্রস্থ , শারীরিক কারণে হজ করতে পারেন না; তারা যেন ওমরাহ করতে পবিত্র মক্কা ও মদিনায় উপস্থিত হতে পারেন সেজন্য এ ক্ষেত্রে বিশেষ নজর দিয়েছেন সৌদি সরকার।