আন্তর্জাতিক

প্রেসিডেন্টের পদত্যাগ চেয়ে বিক্ষোভ, শ্রীলংকায় ফের জরুরি অবস্থা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

শনিবার, ৭ মে, ২০২২
প্রেসিডেন্টের পদত্যাগ চেয়ে বিক্ষোভ, শ্রীলংকায় ফের জরুরি অবস্থা

দেশজুড়ে বিক্ষোভের মুখে জরুরি অবস্থা জারি করেছেন শ্রীলংকা প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকশে।  


শুক্রবার প্রেসিডেন্ট গোতাবায়া ও তার সরকারের পদত্যাগের দাবিতে দেশজুড়ে ধর্মঘট ও হরতালের ডাক দেয় ট্রেড ইউনিয়নগুলো। 


এরপরই জরুরি অবস্থা জারি করেন গোতাবায়া। গত মাসেও বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে চরম অর্থনৈতিক সংকটে থাকা দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছিল।


বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের মঙ্গল ও জনগণের নিরাপত্তা রক্ষায় সংবিধানের ক্ষমতাবলে জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নেয়া হয়েছে। শ্রীলংকার স্থানীয় সময় মধ্যরাত থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। 


এদিকে বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থীরা ক্যাম্প স্থাপন করে সংসদের প্রধান সড়কের পাশে বিক্ষোভ করছে। প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছে তারা।