অর্থনীতি

বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি

স্টাফ রিপোর্টারঃ

স্টাফ রিপোর্টারঃ

শনিবার, ৩০ মার্চ, ২০২৪
বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে মাঠ পর্যায়ের ব্যবসায়ীদের সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম।
শনিবার রাজধানীর পুরান ঢাকায় মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে নিত্যপণ্য নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এফবিসিসিআই সভাপতি এ কথা বলেন।
বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখতে চায় দেশের এই শীর্ষ ব্যবসায়ী সংস্থা। এফবিসিসিআই সভাপতির মতে, বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর ওপর নির্ভরশীল।
মাহবুব বলেন, “আমরা ট্রিলিয়ন ডলারের দিকে এগুচ্ছি। আমরা ছোট দেশ হলেও আমাদের বাজার অনেক বড়। আমরা অনেক প্রতিবেশী দেশ ও অঞ্চলের সাথে বাণিজ্য করি।”
এফবিসিসিআইয়ের তাগিদ বাজার মূল্যের যৌক্তিক গতিবিধি নির্দেশ করে কারণ ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হয়ে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে হয়।