অর্থনীতি

কৃষকের বাজারেও সবজির দাম চড়া ,ক্রেতা হতাশ

Staff Reporter

Staff Reporter

শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
কৃষকের বাজারেও সবজির দাম চড়া ,ক্রেতা হতাশ
নিত্যপণ্যের দামে লাগাম টানতে ভিন্ন উদ্যোগ কৃষকের বাজার। সরাসরি কৃষক তার উৎপাদিত পণ্য ভোক্তার কাছে বিক্রি করতে পারেন এই বাজারে। শুরুর দিকে এই বাজারে তুলনামূলক দাম কম থাকলেও এখন ভোগ্যপণ্যের চড়া দামের প্রভাব পড়েছে কৃষকের বাজারেও।

শুক্রবার (১৯ এপ্রিল) সকালে রাজধানীর মোহাম্মদপুরের মোহাম্মদিয়া হাউজিং প্রধান সড়কের কৃষকের বাজারে গিয়ে দেখা যায়, সব ধরনের সবজির দামই আগের তুলনায় বেড়েছে।

সবজি বিক্রেতা রমজান আলী বলেন, তিনি নিজে কৃষক। তার উৎপাদিত পণ্য তিনি অন্যান্য বাজারের চাইতে এই বাজারে তুলনামূলক কম দামে বিক্রি করেন।

রমজান আলী বলেন, ‘বাজারের চাইতে এখানে কম দামেই বিক্রি করি। বিক্রিও ভালোই হয়।’

স্থায়ী অবকাঠামো পেল কৃষক বাজার, বসবে প্রতিদিন।

বাজার ঘুর দেখা যায়, প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ৫০ টাকায়৷ করলা ৮০ টাকা ও পটল ৭০-৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে৷শুক্রবার নগরীর অন্যান্য বাজারেও একই দামে এই তিন সবজি বিক্রি হতে দেখা গেছে।কৃষকের বাজারে টমেটো ৪০ টাকা, শশা ৬০ টাকা, ঢেরস ৫০ টাকা, কাঁচামরিচ ৮০ টাকা, ধনিয়া পায়া কেজি ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

প্রতি কেজি দুন্দলের জন্য ক্রেতাকে এই বাজারে গুনতে হচ্ছে ৬০ টাকা, মিষ্টি কুমড়ার কেজি ৩০ টাকা, গাজর ৫০ টাকা।

রাজধানীর ৫ জায়গায় কৃষকের দামে মিলবে তরমুজ অন্যান্য বাজারের তুলনায় কমে মিলছে কাঁচাকলা। হালি ২০ টাকা। যা সাধারণ বাজারে বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকায়।

বাজারে ১০০ থেকে ১৫০ টাকা কেজি দরে বিক্রি হওয়া বিট রুট কৃষক বিক্রি করছেন ৮০ টাকা কেজি দরে। 

কৃষকের বাজারে কাঁচা পেপের দেখা না পাওয়া গেকেও পাওয়া যাচ্ছে পাকা পেঁপে। কেজি ৯০ টাকা। 

সবজির পাশাপাশি বিক্রি হচ্ছে দেশি মুরগির ডিম। হালি ১০০ টাকা।