সারাদেশ

পুলিশের বাধা অতিক্রম করে জিরো পয়েন্টে জবি শিক্ষার্থীদের অবস্থান

স্টাফ রিপোর্টারঃ

স্টাফ রিপোর্টারঃ

মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
পুলিশের বাধা অতিক্রম করে  জিরো পয়েন্টে  জবি শিক্ষার্থীদের অবস্থান
সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিল এবং ২০১৮ সালে জারি করা পরিপত্র বহাল রাখার দাবিতে টানা ষষ্ঠ দিনের মত ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে গুলিস্তান জিরো পয়েন্টে অবস্থান নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সারজিদ হাসান বলেন, আমরা যেকোন মূল্যে আমাদের দাবি আদায় করে নিয়ে ঘরে ফিরবে। ১৯৫২ সালে, ১৯৬৯ সালে রাজপথে শিক্ষার্থীরা তাদের দাবী নিয়ে মাঠে নেমেছিল, তারা আমাদের অনুপ্রেরণা। আমরা বিজয় নিয়েই ঘরে ফিরব। 
স্নাতকোত্তরের শিক্ষার্থী মোহতাসিম বিল্লাহ বলেন, কোটা প্রথার কবর রচনা করতে সারা বাংলাদেশের শিক্ষার্থীরা যেভাবে একসাথে আন্দোলন করে যাচ্ছে আশা করি শিক্ষার্থীদের বিজয় সুনিশ্চিত। কোটা প্রথা বাতিল না হওয়া পর্যন্ত কোন শিক্ষার্থী পড়ার টেবিলে যাবে না। 
 এ সময় আন্দোলনকারীরা পূর্বের ৪ দফা দাবি উল্লেখ করেন। দাবিগুলো হলো: 
(১)২০১৮ সালে ঘোষিত সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখতে হবে;
(২) ২০১৮ এর পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকুরিতে (সকল গ্রেডে) অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দিতে হবে এবং কোটাকে ন্যূনতম পর্যায়ে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে সংবিধান অনুযায়ী কেবল অনগ্রসর জনগোষ্ঠীর কথা বিবেচনা করা যেতে পারে; 
(৩)সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে;
(৪) দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।