বাংলাদেশ

বিবাহে যৌতুক ও নজরানা প্রথার পরিহারে র‍্যালি ও সভা

স্টাফ রিপোর্টারঃ

স্টাফ রিপোর্টারঃ

শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪
বিবাহে যৌতুক ও নজরানা প্রথার পরিহারে র‍্যালি ও সভা
শুক্রবার পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিন সকালে সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের‘ আমরা কমলাপুরের সন্তান’  সংগঠনের ঈদ পূর্ণমিলনীতে এ র‍্যালি ও সভা অনুষ্ঠিত হয়।

র‍্যালিটি সকাল ৯ টায় ধরান্দী ডিগ্রীকলেজ থেকে থেকে শুরু হয়ে ধরান্দী বাজার মাঠ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। এবং পরে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় ‘আমরা কমলাপুরের সন্তান’ সংগঠনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার এম এ মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা ড. বশির আহম্মেদ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপদেষ্টা মণ্ডলীর সদস্য  ড. মোঃ মহিবুল আহসান (নান্নু), ও ফজলুল হক খান। 

এর আগে শুভেচ্ছা বক্তব্য প্রদান এবং পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন, সংগঠনের মহাসচিব মোহাম্মদ বসির উদ্দিন খান, মূল প্রতিপাদ্য নিয়ে আলোচনা করেন, কোষাধ্যক্ষ ইব্রাহীম খান, এবং মূখ্য আলোচকের বক্তব্য রাখেন, আহ্বায়ক ইঞ্জিনিয়ার এম এ মান্নান ।