খেলা

বিশ্বকাপে খেলার মতো কিছু অর্জন করা হয়নি : ম্যাকগার্ক

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ৭ মে, ২০২৪
বিশ্বকাপে খেলার মতো কিছু অর্জন করা হয়নি : ম্যাকগার্ক
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে মারকুটে ব্যাটিং উপহার দিয়ে আলোচনায় আসেন জেক ফ্রেজার-ম্যাকগার্ক।

এরপর চলতি আইপিএলে ব্যাট হাতে ফুলঝুরি ছোটানোর পর অনেকেই ধরে নিয়েছিলেন টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলবেন তিনি। কিন্তু ডানহাতি এই ব্যাটারকে ছাড়াই অভিজ্ঞদের নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করে অস্ট্রেলিয়া। তবে এসবের মাঝেও নির্ভার রয়েছেন ফ্রেজার-ম্যাকগার্ক। তার মতে, অস্ট্রেলিয়ার মতো দলে হুট করেই যে জায়গা আদায় করা কঠিন, সেটা ভালোভাবেই বোঝেন তিনি।

গত অক্টোবরে অস্ট্রেলিয়ার ঘরোয়া একদিনের ম্যাচের টুর্নামেন্ট মার্শ কাপে ২৯ বলে সেঞ্চুরি করেন ফ্রেজার-ম্যাকগার্ক। সেটি ‘লিস্ট এ’ ক্রিকেটে তো বটেই, স্বীকৃত ক্রিকেটেই দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড ছিল। এই ম্যাচ দিয়ে আলোচনায় আসা ম্যাকগার্ক বিগ ব্যাশে ১৫৮.৬৪ স্ট্রাইক রেটে ২৫৭ রান করেন।

এ বিষয়ে ‘উইলো টক’ পডকাস্ট-এ ম্যাকগার্ক বলেন, আমার মনে হয় না যে, আমি এমন অবস্থান তৈরি করেছি যার জন্য আমাকে (অন্য কারো জায়গায়) দলে নেয়া হবে। দেখুন বিশ্বকাপ ক্রিকেট আইপিএল বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের চেয়ে একদম আলাদা।