খেলা

বিশ্বকাপ থেকে এক ইনিংস দূরে আছেন লিটন, দাবি কোচের

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সোমবার, ৬ মে, ২০২৪
বিশ্বকাপ থেকে এক ইনিংস দূরে আছেন লিটন, দাবি কোচের
ব্যাট হাতে বাজে সময় পার করছেন বাংলাদেশি ক্রিকেটার লিটন দাস। ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও রান খরায় এই উইকেটরক্ষক-ব্যাটার। বিশ্বকাপের আগে লিটনের এমন বাজে ফর্ম নিয়ে চিন্তিত নয় টিম ম্যানেজমেন্ট। অবিশ্বাস্য বিশ্বকাপ থেকে মাত্র এক ইনিংস দূরে আছেন লিটন, এমনটাই দাবি করেন জাতীয় দলের সহকারী কোচ নিক পোথাস। 

সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে ১ রানে প্যাভিলিয়নে ফেরেন লিটন। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ঝোড়ো শুরু করলেও সেটি ধরে রাখতে পারেননি তিনি। প্রথম ৯ বলে ১৭ রান করা লিটন আউট হন ২৫ বলে ২৩ রান করে। 

সোমবার (৬ মে) ঐচ্ছিক অনুশীলনের দিন গণমাধ্যমের মুখোমুখি হন পোথাস। লিটনকে নিয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার মনে হয় এটা আপনাদের দৃষ্টিভঙ্গি। লিটন দাস অনেক কিছু দিচ্ছে, সে বিশ্বমানের ক্রিকেটার। অবিশ্বাস্য বিশ্বকাপ থেকে সে মাত্র এক ইনিংস দূরে আছে। লিটন অনেক রান করবে, যেটা সে আগেও করেছে। আপনারা যা দেখছেন তার থেকে অনেক বেশি সে দলে অবদান রাখছে।’

চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে এখন পর্যন্ত ৯ ম্যাচে ১৩৪ রান করেছেন লিটন। গড় ১২.১৮। সেঞ্চুরি দূরে থাক, ফিফটিও নেই।
সর্বোচ্চ ৩৮ রান।