এশিয়ান কাপ বাছাইপর্বে আজ ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশ দলের ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী জানালেন, বড় লড়াইয়ের সব প্রস্তুতি শেষ। জাতীয় দলের সমর্থকদের সামনে মাঠে নামার অপেক্ষায় তিনি উচ্ছ্বসিত বলেও জানিয়েছেন।
গত বৃহস্পতিবার নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে এগিয়ে থেকেও শেষ মুহূর্তের গোলে জয় হাতছাড়া হয় বাংলাদেশের। ম্যাচটি ২–২ গোলে ড্র হলেও আলোচনায় ছিলেন হামজা চৌধুরী। ওভারহেড কিকে একটি এবং পেনাল্টি থেকে দুর্দান্ত ‘পানেনকা’ শটে আরেকটি গোল করে নজর কাড়েন এই ব্রিটিশ–বাংলাদেশি তারকা। ব্যক্তিগত উজ্জ্বল পারফরম্যান্স সত্ত্বেও জয় না পাওয়ায় হতাশ হয়েছিলেন তিনি।
তবে পেশাদার ফুটবলার হিসেবে দ্রুতই মনোযোগ ফেরাতে হয়েছে সামনে থাকা কঠিন লড়াইয়ে—অতিথি দল ভারতের বিপক্ষে।
দলের মনোবল বাড়াতে ও সমর্থকদের উজ্জীবিত করতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে হামজা লিখেছেন, বড় ম্যাচের সব প্রস্তুতি শেষ! আগামীকাল আপনাদের সবাইকে দেখা আর আপনাদের দারুণ উচ্ছ্বাস অনুভব করার জন্য আর তর সইছে না! ইনশা আল্লাহ।
এর আগে নেপাল ম্যাচ শেষে নিজের ইনস্টাগ্রামে তিনি হতাশা প্রকাশ করেন। সেখানে লিখেছিলেন— আরেকটি ম্যাচের হতাশাজনক সমাপ্তি, যেটা আমাদের জেতা উচিত ছিল। সমর্থন ও ভালোবাসার জন্য ধন্যবাদ। আসুন, সবাই ঐক্যবদ্ধ থাকি। সামনে বড় লড়াইয়ের প্রস্তুতি নেই।
ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির হয়ে দীর্ঘদিন খেলা এবং বর্তমানে ইংলিশ চ্যাম্পিয়নশিপে খেলা হামজা জানেন চাপের ম্যাচ কীভাবে সামলাতে হয়। তাঁর অভিজ্ঞতা এখন বাংলাদেশ দলের জন্য বড় প্রাপ্তি। অভিষেকের পর থেকেই জাতীয় দলের ম্যাচে তার উপস্থিতি দর্শকদের মধ্যেও বাড়তি উৎসাহ যোগায়।
আজ রাত ৮টায় ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ–ভারত ম্যাচ। ম্যাচটি ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। টিকিট ছাড়ার মাত্র ৬ মিনিটের মধ্যেই সাধারণ গ্যালারির সব টিকিট বিক্রি হয়ে যায়, যা প্রত্যাশিত উত্তেজনা ও সমর্থনের ইঙ্গিত দিচ্ছে।
হামজা তাই স্বাভাবিকভাবেই আশাবাদী—গ্যালারি আবারও ভরপুর থাকবে, আর সমর্থন হবে আগের মতোই উচ্ছ্বসিত।