খেলা

সমালোচনার জবাব মাঠেই দিলেন মুস্তাফিজ, ৬ ধাপ এগিয়েছেন তিনি

শামসুল আলম (নিজস্ব প্রতিবেদক)

শামসুল আলম (নিজস্ব প্রতিবেদক)

শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
সমালোচনার জবাব মাঠেই দিলেন মুস্তাফিজ, ৬ ধাপ এগিয়েছেন তিনি
বাংলাদেশ ক্রিকেটে মুস্তাফিজুর রহমানকে নিয়ে সমালোচনা নতুন কিছু নয়। প্রায়ই অভিযোগ ওঠে, তিনি নাকি দেশের চেয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বেশি মনোযোগী। কিন্তু কাটার মাস্টার কখনওই এসব সমালোচনার জবাব মুখে দেননি, দিয়েছেন মাঠের পারফর্ম্যান্স দিয়ে। আর ২০২৫ সালের এশিয়া কাপ যেন তার ফেরার ঘোষণা— “মুস্তাফিজ ইজ ব্যাক”!
এবারের এশিয়া কাপে বাংলাদেশের সেরা পারফর্মার ছিলেন ফিজ। ডেথ ওভারে হোক কিংবা মিডল ওভারে— সর্বত্রই ছিলেন কার্যকর। গড়ে প্রতি ১৫ বলে তুলে নিয়েছেন একটি করে উইকেট। মাত্র ১৯ এভারেজে ৬ ম্যাচে শিকার করেছেন ৯ উইকেট, যা তাকে রেখেছে উইকেটশিকারির তালিকায় চতুর্থ স্থানে। তবে সংখ্যার দিক থেকে তিনি যৌথভাবে দ্বিতীয়, কারণ তার সমান উইকেট আছে শাহিন আফ্রিদি ও জুনায়েদ সিদ্দিকির ঝুলিতেও।
সবচেয়ে বড় কথা, পারফর্ম্যান্সে ছাড়িয়ে গেছেন বড় বড় নামদের। ওয়ানিন্দু হাসারাঙ্গা থেমেছেন ৮ উইকেটে, আর ভারতের জসপ্রিত বুমরাহ নিয়েছেন মাত্র ৫ উইকেট। অথচ ফিজ একাই প্রমাণ করেছেন, তিনি এখনও বিশ্বের সেরা ডেথ বোলারদের একজন।
তার এই ধারাবাহিক সাফল্যের পুরস্কারও মিলেছে। সদ্য ঘোষিত আইসিসি র‌্যাংকিংয়ে ৬ ধাপ এগিয়ে উঠে এসেছেন টি২০ বোলারদের তালিকার ৯ নম্বরে। পথে টপকেছেন জোফরা আর্চার, আর্শদ্বিপ সিং, আক্সার প্যাটেল ও রাভি বিষ্ণয়দের মতো তারকাদের। বর্তমানে তার চেয়ে অনেক পেছনেই আছেন জস হ্যাজলউড, প্যাট কামিন্স ও বুমরাহর মতো নামীদামী পেসাররা।
টি২০ ক্রিকেটে ইতোমধ্যেই ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন মুস্তাফিজ। পরিসংখ্যান বলছে, তিনি শুধু বাংলাদেশের নয়, বরং বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ফাস্ট বোলার। সমালোচকরা হয়তো এখনো প্রশ্ন তুলবেন, তবে ফিজ নিজের বোলিংয়েই দিয়েছেন জবাব— “আমি এখনও শেষ হইনি।”