খেলা

এশিয়া কাপে থাকছে না যেসব বড় বড় নাম

শামসুল আলম (নিজস্ব প্রতিবেদক)

শামসুল আলম (নিজস্ব প্রতিবেদক)

বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
এশিয়া কাপে থাকছে না যেসব বড় বড় নাম
রেকর্ড ৮টি দল নিয়ে এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপের আসর। দুই গ্রুপে ভাগ হয়ে ৪টি করে দল খেলবে, যেখানে বি গ্রুপে রয়েছে বাংলাদেশ, সঙ্গে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। আগামী ৯ সেপ্টেম্বর শুরু হওয়া টুর্নামেন্টটি শেষ হবে ২৮ তারিখে। আগামী বছর টি২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কারণে এবারের এশিয়া কাপ আয়োজন করা হচ্ছে সংক্ষিপ্ত ফরম্যাটে। তবে টি২০ ফরম্যাটে হওয়ায় এবার অনেক বড় তারকা খেলোয়াড় মিস করতে যাচ্ছেন, যদিও অনেকেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নেননি। চলুন দেখে নেওয়া যাক এবারের এশিয়া কাপ মিস করবেন কারা।
বাংলাদেশ: অভিজ্ঞতার ঘাটতি ও নতুন চ্যালেঞ্জ
সবার আগে নজর দেওয়া যাক বাংলাদেশের দিকে। ২০২৪ সালের ঘটনা পুরো পরিস্থিতি বদলে দিয়েছে। সাকিব আল হাসান, যিনি বছরের পর বছর দলের প্রাণশক্তি ছিলেন, এবার আর দেশে খেলতে পারবেন না। শুরুতে বিদেশে কিছু সিরিজ খেললেও এখন তিনি পুরোপুরি দলে অনুপস্থিত। তাঁর অভাব শুধু উইকেটের ঘাটতি নয়, বরং দলের নেতৃত্ব ও মানসিক দৃঢ়তায় বড় প্রভাব ফেলবে। আনুষ্ঠানিকভাবে অবসর না নিয়েও সাকিবের অনুপস্থিতি বাংলাদেশ দলের জন্য বড় চ্যালেঞ্জ।
এর আগে দুইবারের টি২০ এশিয়া কাপে ছিলেন সাব্বির রহমান, তবে এবার তিনি দলের বাইরে। অন্যদিকে, মুশফিকুর রহিম ২০২২ সালের এশিয়া কাপে বাজে পারফরম্যান্সের কারণে দল থেকে বাদ পড়েছিলেন, এবং রিয়াদও দলে জায়গা পাননি। এই অভিজ্ঞতার ঘাটতি এবারের বাংলাদেশ দলে নতুন উদ্যমীদের ওপর নির্ভরশীল করে তুলেছে।
ভারত: সুপারস্টারদের অনুপস্থিতি
ক্রিকেটের অন্যতম বড় তারকা বিরাট কোহলি, যিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বাধিক অনুসারী ধারণ করেন, এবার দলে নেই। সঙ্গে নেই দলের অভিজ্ঞ ওপেনার রোহিত শর্মাও। যদিও দুজনই বর্তমানে ওয়ানডে ক্রিকেটে বেশি মনোযোগী, তবে টি২০ ফরম্যাটের এশিয়া কাপের জন্য তাদের অনুপস্থিতি ভারতের জন্য বড় প্রভাব ফেলবে। এছাড়া অপ্রত্যাশিতভাবে স্কোয়াডে নেই লোকেশ রাহুল, ইয়াশস্বি জাইসওয়াল এবং স্রেয়াস আইয়ারের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়।
পাকিস্তান: চমকপ্রদ স্কোয়াড ঘোষণা
বাংলাদেশ ও ভারতের মতো পাকিস্তানও এশিয়া কাপের স্কোয়াডে বড় চমক দিয়েছে। গত এক দশক ধরে পাকিস্তানের ক্রিকেটের নেতৃত্ব ও ধারাবাহিকতার প্রতীক ছিলেন বাবর আজম। আর গত পাঁচ বছরে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মোহাম্মদ রিজওয়ান। অথচ এবারের স্কোয়াডে এই দুই তারকাকে রাখা হয়নি। এছাড়া দলে জায়গা হয়নি অভিজ্ঞ পেসার নাসিম শাহের মতো খেলোয়াড়েরও। পাকিস্তান নিজেদের নতুন পরিকল্পনা অনুযায়ী স্কোয়াড ঘোষণা করেছে, যা টুর্নামেন্টের আগে বিতর্ক এবং আলোচনা সৃষ্টি করেছে।