দলে আছেন লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, ফ্রাঙ্কো মাস্তানতুনো—তবু আলোচনার কেন্দ্রে এখন এক নতুন নাম। তিনি হোসে ম্যানুয়েল আলবার্তো লোপেজ। ৬ ফুট ৩ ইঞ্চি লম্বা এই স্ট্রাইকার খেলেন ব্রাজিলের ক্লাব পালমেইরাসে, তবে ডাক পেয়েছেন আর্জেন্টিনা জাতীয় দলে।
দুর্দান্ত ফর্মে নতুন স্ট্রাইকার
২৪ বছর বয়সে প্রথমবারের মতো আর্জেন্টিনা দলে সুযোগ পেলেন লোপেজ। চলতি কোপা লিবের্তাদোরেসে মাত্র ৬ ম্যাচে করেছেন ৫ গোল। লাতিন আমেরিকার চ্যাম্পিয়ন্স লিগ খ্যাত এই টুর্নামেন্টে তার এমন পারফরম্যান্সই হয়তো নজর কেড়েছে কোচ লিওনেল স্কালোনির।
ক্লাব পর্যায়েও ফর্মটা দুর্দান্ত। এ বছর পালমেইরাসের হয়ে ৪২ ম্যাচে করেছেন ১৫ গোল, সঙ্গে আছে ৪টি অ্যাসিস্ট। গত মৌসুমেও করেছিলেন ২২ গোল। সংখ্যাগুলো শুধু পরিসংখ্যান নয়, প্রমাণ দিচ্ছে তার ধারাবাহিকতা, গোল ক্ষুধা এবং প্রতিপক্ষের ডিফেন্সে আতঙ্ক ছড়ানোর ক্ষমতার।
উচ্চতাই তার বড় শক্তি
৬ ফুট ৩ ইঞ্চি লম্বা শরীর নিয়ে বক্সের ভেতর ভয় জাগান লোপেজ। হেড করার দক্ষতা, নিখুঁত পজিশনিং এবং বাম পায়ের ধারালো ফিনিশিং তাকে করে তুলেছে আলাদা। বিশেষ করে কর্নার বা সেট পিসে আর্জেন্টিনার জন্য বাড়তি শক্তি হতে পারেন তিনি।
শক্তি–দুর্বলতা দুই-ই আছে
তবে দুর্বলতাও আছে লোপেজের। স্ট্রাইকার হলেও তার গতি খুব বেশি নয়, কাউন্টার অ্যাটাকে তাল মেলাতে হিমশিম খান। মাঝেমধ্যে লিংক-আপ খেলায়ও বিচ্ছিন্ন হয়ে যান। তবে বয়স এখনও মাত্র ২৪, উন্নতির প্রচুর সময় আছে সামনে।
স্কোয়াডে তার ভূমিকা
আর্জেন্টিনা দলে নিয়মিত ফরোয়ার্ড হিসেবে খেলেন লাউতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজ। তবে লোপেজের খেলার ধরন অনেকটা পুরনো দিনের ক্লাসিক নাম্বার নাইনের মতো—যিনি বক্সে দাঁড়িয়ে সুযোগ পেলেই গোল করবেন, শক্ত শরীর ব্যবহার করে হবেন প্রতিপক্ষ ডিফেন্ডারদের দুঃস্বপ্ন।
অফ দ্য বল মুভমেন্ট, টার্গেটম্যান হিসেবে খেলার দক্ষতা এবং ডিফেন্সিভ প্রেসের ক্ষমতাও তাকে স্কোয়াডে আলাদা মাত্রা এনে দিতে পারে।
স্বপ্নপূরণের পথে লোপেজ
ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে আসন্ন ম্যাচ দুটিতে সুযোগ পেলে সেটাই হবে লোপেজের আর্জেন্টিনার হয়ে অভিষেক। দারুণ পারফর্ম করলে শুধু জাতীয় দলে জায়গা পাকাপোক্ত করাই নয়, ইউরোপীয় ক্লাবগুলোর নজরেও আসবেন তিনি।
বর্তমানে পালমেইরাসের হয়ে খেলছেন লোপেজ, তার মার্কেট ভ্যালু দাঁড়িয়েছে ১০ মিলিয়ন ইউরোতে। স্বপ্ন এখন একটাই—আলবিসেলেস্তে জার্সিতে নিজের নাম প্রতিষ্ঠা করা।