ধর্ম

ওমরাহ পালনকারীদের বেশি অর্থ ও দামি জিনিসপত্র না নেওয়ার পরামর্শ সৌদি আরবের

শামসুল আলম (নিজস্ব প্রতিবেদক)

শামসুল আলম (নিজস্ব প্রতিবেদক)

রবিবার, ২ এপ্রিল, ২০২৩
ওমরাহ পালনকারীদের বেশি অর্থ ও দামি জিনিসপত্র না নেওয়ার পরামর্শ সৌদি আরবের
সৌদি আরবে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে আগত মুসল্লিদের সঙ্গে বেশি অর্থ ও দামি জিনিসপত্র না নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। টুইটারে এক পোস্টে এসব পরামর্শ তুলে ধরেছে সৌদি মন্ত্রণালয়। 

টুইট বার্তায় বেশি অর্থের পাশাপাশি স্বর্ণ, দামি পাথর বা মূল্যবান কোনো ধাতু সঙ্গে না রাখার পরামর্শ দেওয়া হয়েছে। ওমরাহ পালনের জন্য সৌদি আরব ভ্রমণের সময় ঠিক কতখানি অর্থ সাথে রাখা দরকার, তার একটি আনুমানিক মানও জানিয়েছে তারা। 

ওমরাহ পালনের জন্য আসা মুসল্লিদের সর্বোচ্চ ৬০ হাজার সৌদি রিয়াল বা ১৬ হাজার ডলার আনার কথা বলা হয়েছে।

এছাড়া ওমরাহ পালনে গিয়ে আর্থিক লেনদেনের জন্য ব্যাংকের অ্যাপ ব্যবহারের আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। নিরাপত্তার স্বার্থে ব্যাংক হিসাবের তথ্য অন্যদের কাছে প্রকাশ না করার পরামর্শ দেয়া হয়েছে ওই পোস্টে। এছাড়া অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অচেনা লোকজনের কাছে অর্থ না পাঠাতে এবং অজানা নম্বর থেকে আসা খুদে বার্তা এড়িয়ে যেতেও বলেছে সৌদি আরবের মন্ত্রণালয়।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, কোনো মুসল্লি প্রতারণার শিকার হলে বা কাউকে প্রতারক হিসেবে সন্দেহ হলে তারা বিষয়টি মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে পারবেন।

এর আগে পবিত্র রমজান মাসে মুসল্লিদের একবারের বেশি ওমরাহ না পালনের আহ্বান জানিয়েছিল হজ ও ওমরাহ মন্ত্রণালয়। রমজান মাসে পবিত্র কাবাসহ ধর্মীয় স্থানগুলোতে ভিড় কমাতে এবং মানুষের চলাচল সহজ করতে ওই আহ্বান জানানো হয়েছিল।