ধর্ম

২০২৩ সালে কোন দেশে কত ঘণ্টা রোজা রাখতে হবে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সোমবার, ৬ মার্চ, ২০২৩
২০২৩ সালে কোন দেশে কত ঘণ্টা রোজা রাখতে হবে

এবছর রমজান মাসে কোনো দেশে রোজা রাখার সময় হবে ১১ ঘণ্টা আবার কোনো দেশে ২০ ঘণ্টা। বাংলাদেশ সহ প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে প্রতিদিন সাড়ে ১৩ ঘণ্টা থেকে ১৫ ঘণ্টা রোজা রাখতে হবে।

আবার, গ্রিনল্যান্ড, নরওয়ে, ফিনল্যান্ডের মানুষদের সবচেয়ে বেশি সময় রোজা রাখতে হবে। এসব দেশে বসবাসকারী মুসলমানেরা দিনে ২০ ঘণ্টা করে ,রোজা রাখবেন।

এখন প্রশ্ন আসতে পারে, কেন বিশ্বের বিভিন্ন দেশে রোজা রাখার সময়ের এত ভিন্নতা? কেন কোনো দেশে সময় ৯ থেকে ১০ ঘন্টা আবার কোনো দেশে সেই সময় ১৯ থেকে ২০ ঘন্টা? 

মূলত এই বিষয়টি নির্ভর করে দেশের অবস্থানের উপর, উওর গোলার্ধে যদি দেশের অবস্থান হয়, সেক্ষেত্রে সেখানে সূর্যের অবস্থান এক রকম হয়।  আবার দক্ষিণ গোলার্ধে হলে সূর্যের অবস্থান আরেক রকম হয়।

আরবি মাস সমূহ এবং ইসলাম ধর্মের অনেক বিষয় নির্ধারিত হয় চাঁদ-সূর্য দেখার ওপর ভিত্তি করে। যেমন রোজা শুরু বা শেষ হওয়ার তারিখ নির্ধারিত হয় চাঁদ দেখার উপর।  তেমনি সূর্যের উদয় বা অস্ত যাওয়ার ওপর নির্ভর করে রোজার সময়। 

রহমত, মাগফেরাত, নাজাতের এই তিন ফজিলত সমৃদ্ধ মাস রমজান।  এই ফজিলত পূর্ণ মাস শুরু হতে আর অল্প কিছুদিনের অপেক্ষা। সকল মুসলিম দেশেই চলছে রমজানের পূর্বপ্রস্তুতি ।

বাংলাদেশে আগামী ২৩শে মার্চ থেকে পবিত্র এই মাস শুরু হবে। টানা এক মাস সিয়াম সাধনার পর ঈদের চাঁদ উঠলে শেষ হবে এই মাস। 

বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত মুসলমানরা তাদের দেশের ভৌগলিক অবস্থানের উপর নির্ভর করে কম বা বেশি সময় ধরে রোজা রাখেন। এবার রমজানে কোথাও রোজা পালন হবে ১১ ঘণ্টা আবার কোথাও ২০ ঘণ্টা।

সবচেয়ে বেশি সময় রোজা রাখবেন ইউরোপের দেশগুলোর মুসলিমরা। সবচেয়ে বেশি সময় রোজা রাখতে হচ্ছে গ্রিনল্যান্ড, নরওয়ে, ফিনল্যান্ডএর মুসলমানদের। এসব দেশে বসবাসকারী মুসলমানেরা ২০ ঘণ্টা রোজা রাখবেন। 

সুইডেন, জার্মানির মুসলমানদের ১৯ ঘণ্টা রোজা রাখতে হবে। লন্ডন, বেলজিয়াম, সুইজারল্যান্ড, ডেনমার্ক, পোল্যান্ড ১৮ ঘণ্টা। আইসল্যান্ড ১৬ ঘণ্টা ৫০ মিনিটের মতো, পোল্যান্ড ১৫ ঘণ্টা, ব্রিটেন ও ফ্রান্স ১৫ ঘণ্টা ২০ মিনিটের মতো এবং পর্তুগালে ১৬ ঘণ্টা।

সবচেয়ে কম সময় রোজা রাখতে হবে যেসব দেশের ভৌগলিক অবস্থান থাকবে দক্ষিণ গোলার্ধে। যেমন নিউজিল্যান্ড, আর্জেন্টিনা এবং দক্ষিণ আফ্রিকার মুসলমানদের গড়ে মাত্র ১১ থেকে ১২ ঘণ্টা রোজা রাখতে হবে। 

দক্ষিণ আফ্রিকা (জোহানসবার্গ), ব্রাজিলের মুসলমানদের ১১ ঘণ্টা, আর্জেন্টিনা ১১ ঘণ্টা ২০ মিনিটের মতো, নিউজিল্যান্ড ও প্যারাগুয়ের মুসলমানদের প্রায় ১২ ঘণ্টা রোজা রাখতে হবে।

আমাদের দেশে, আগামী ২৩ শে মার্চ রমজান শুরু হতে চলেছে। সে দিন সেহরি শেষে ফজর নামাজ হবে সকাল ৫টা ২ মিনিটে এবং ইফতারের সময় থাকবে সন্ধ্যা ৬ টা ০৩ মিনিটে। এই হিসেবে প্রথম দিন রোজা রাখতে হবে মোট ১৩ ঘণ্টা ০১ মিনিট।

তবে রমজান মাসের দিন অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে তা আরও কিছুটা বেড়ে ১৪ ঘণ্টা ১৬ মিনিট পর্যন্ত গিয়ে পৌঁছাবে। 

কারণ শেষ দিকে ফজরের নামাজ হবে ভোর ৪ টা ৩৩ মিনিটে এবং মাগরিব হবে সন্ধ্যা ৬টা ১৫মিনিটে।

এবছর পবিত্র রমজান মাস বসন্তের শুরুতে হওয়ায় তাপমাত্রাও কিছুটা শীতল হবে বলে আশা করা হচ্ছে।

পবিত্র রমজান মাস ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে। জাতীয় চাঁদ দেখা কমিটি এই মাসের শুরু এবং শেষের দিন নির্ধারণ করে থাকেন।

এই বছর রমজান মাসের শুরুতে তাপমাত্রা ১৭ থেকে ৩৫ ডিগ্রি এবং শেষের দিকে ১৭ থেকে ৩৬ ডিগ্রির মধ্যে থাকবে। আবহাওয়া পবিরর্তনের কারণে রমজান মাসে ভারি বৃষ্টিপাতও হতে পারে।