জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবি মানতে সরকারকে ১৬ নভেম্বর পর্যন্ত সময়সীমা দিয়েছে জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দল। দাবি মানা না হলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি পালন করবে এই জোট।
বুধবার (১২ নভেম্বর) রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জামায়াতে ইসলামী বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান চায় আট দল। যদি সরকার জনগণের পাঁচ দফা দাবি না মেনে নেয়, তবে ১৬ নভেম্বরের পর থেকে যমুনার সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে ইনশাআল্লাহ।
জানানো হয়, ওই দিন (১৬ নভেম্বর, রোববার) সকালে আট দলের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে এবং বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
এছাড়া আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা প্রতিরোধে ১৩ নভেম্বর বৃহস্পতিবার সারা দেশে মাঠে থাকার ঘোষণা দিয়েছে আট দল। মিয়া গোলাম পরওয়ার বলেন, ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে আট দলের সর্বস্তরের জনশক্তি রাজপথে অবস্থান করবে।
তিনি আরও জানান, ১৪ নভেম্বর শুক্রবার “জুলাই জাতীয় স্মরণ বাস্তবায়ন আদেশ জারি” ও “জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজন”সহ পাঁচ দফা দাবিতে দেশব্যাপী জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুস আহমাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, এবং আট দলের অন্য নেতৃবৃন্দ।