রাজনীতি

ভোট হলে জামায়াতের কোনো অস্তিত্ব থাকবে না: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
ভোট হলে জামায়াতের কোনো অস্তিত্ব থাকবে না: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার দীর্ঘ নয় মাস ধরে ‘সংস্কার’-নামে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছে। কিন্তু সেই আলোচনায় গৃহীত বিষয়গুলোর বাইরে কোনো কিছুই যদি জোরপূর্বক মানুষের ওপর চাপিয়ে দেওয়া হয়, তাহলে সব দায়দায়িত্ব সরকারের কাঁধে পড়বে।

তিনি শুক্রবার (তারিখ উল্লেখ নেই) ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নে বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় এই মন্তব্য করেন।

তিনি আরও বলেন— না-সরকারী প্রস্তাবনায় (পি.আর পদ্ধতি) ভোট করার কথা বলছে জামায়াতে ইসলামী। কিন্তু তিনি যুক্তি দিয়ে বলেন, ভাই, ভোটকে এত ভয় পাচ্ছ কেন? কারণ তারা জানে, ভোট হলে তাঁদের কোনো অস্তিত্ব থাকবে না।

জামায়াতের বিষয়ে তিনি বলেন, তারা ইসলামের অপব্যাখ্যা দিচ্ছে। তিনি বলেন, “আমরা মনে করি, আমার কর্মেই হবে আমার বেহেশত। আমার কর্মের মধ্য দিয়ে আমি বেহেশতে যাব…” এরপর প্রশ্ন তুলেন: জামায়াতের টিকিট কাটলেই কি কেউ বেহেশতে যেতে পারবে? যারা এসব মুনাফেকি করে, তাদের থেকে আমাদের সাবধান থাকতে হবে।

শারীরিক শিক্ষা ও সংগীত শিক্ষকের প্রসঙ্গে তিনি বলেন, শিশুদের সুস্থভাবে গড়ে তোলার জন্য শারীরিক শিক্ষা খুবই প্রয়োজন। সংগীত শেখা যদি হয়, তাহলে সে কি কোনো সমস্যা? বরং তারা ভালো কিছু শেখার সুযোগ পাচ্ছে।

নির্বাচন পিছিয়ে গেলে দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে বলে তিনি সতর্ক করেন। বলেন, “দেশের সামনে সব সময় সুযোগ আসে না। এবার একটি সুযোগ এসেছে। আমাদের সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক একটি সরকার গঠন করতে হবে।”

এ সময় বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা ও উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।