রাজনীতি

পাঁচ দফা দাবিতে পল্টনে জামায়াতসহ আট দলের সমাবেশ চলছে

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
পাঁচ দফা দাবিতে পল্টনে জামায়াতসহ আট দলের সমাবেশ চলছে
রাজধানীর পল্টনে পাঁচ দফা দাবিতে সমমনা আট দলের ডাকা সমাবেশ শুরু হয়েছে। মঙ্গলবার বেলা দুইটার কিছু পর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ সমাবেশের উদ্বোধন ঘোষণা করেন।

সমাবেশের কারণে পল্টন ও আশপাশের সড়কে যান চলাচল আংশিকভাবে বন্ধ রয়েছে। এতে মতিঝিল, কাকরাইল, আরামবাগ ও গুলিস্তান এলাকায় যানজট দেখা দিয়েছে।

সমাবেশে সভাপতিত্ব করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। এতে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) ও জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) নেতারা অংশ নিচ্ছেন।

পাঁচ দফা দাবি, দলগুলোর পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে— জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি, ভেম্বর মাসেই গণভোট আয়োজন,
নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, রাজনৈতিক প্রতিহিংসা বন্ধ করা, মানবাধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা।

এর আগে সকাল ১১টা থেকেই পল্টন মোড়ে ও আশপাশের এলাকায় বিভিন্ন দলের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। তারা হাতে দলের পতাকা ও ব্যানার নিয়ে সমাবেশে অংশ নেন।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, সংস্কার দাবি ও সুষ্ঠু নির্বাচনী কাঠামো নিয়ে আজকের সমাবেশ থেকে অন্তর্বর্তী সরকারকে জোরালো বার্তা পাঠানো হবে। জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো সিদ্ধান্ত আমরা মেনে নেব না।

সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সদস্য মোতায়েন রয়েছে। ডিএমপি সূত্রে জানা গেছে, পুরো পল্টন এলাকা নজরদারির আওতায় আনা হয়েছে।