রাজনীতি

দেশে যত সংকটই ঘটুক, সব সাজানো নাটক: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
দেশে যত সংকটই ঘটুক, সব সাজানো নাটক: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, বর্তমান সরকারের পেছনে জনগণ নেই, তাই তারা জনগণের দুঃখ-কষ্ট বোঝে না। বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে এবং ফ্যামিলি কার্ড ব্যবস্থা চালু করা হবে। তিনি বলেন, “এই সরকার জনগণের কথা বোঝে না বলেই কৃষক আজ তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছেন না।

রবিবার (৯ নভেম্বর) দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক-প্রচারণার অংশ হিসেবে মির্জা ফখরুল ঠাকুরগাঁও জেলার জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন।

তিনি আরও বলেন, দেশে যে সমস্ত সংকট দেখছেন, তা সবই সাজানো নাটক। জনগণ এসব বুঝে না। তারা শুধু ভোট দিতে চায়। গণভোট হবে নির্বাচনের দিনেই।” তিনি জনগণকে আশ্বাস দেন, “সব সংস্কারে আমরা রাজি আছি, যা রাজি হব না তা সংসদে গিয়ে পাস হবে।

৭১ সালের গণহত্যা ও সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে তিনি বলেন, ৭১ সালে পশ্চিম পাকিস্তানেরা আমাদের ওপর গণহত্যা চালিয়েছে, আর ২০২৪ সালে আমাদের দেশীয় ফ্যাসিস্ট নেতারা আমাদের ও আমাদের সন্তানদের ওপর গণহত্যা চালিয়েছে।

জামায়াত ও নির্বাচন নিয়ে তিনি বলেন, জামায়াতের দাঁড়িপাল্লা আপনারা চেনেন। এবারও তারা নির্বাচন করছে। বিগত সময়ে আমরা কি করেছি আর তারা কি করেছে—এটাই বিচার করে আপনাদেরকে ধানের শীষের পক্ষে ভোট দিতে হবে। এটি আমার শেষ নির্বাচন। আমার শেষ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে সহযোগিতা করবেন।

মতবিনিময় সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, অর্থ বিষয়ক স