জাতীয়

রাজধানীতে দুই বাসে আগুন

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
রাজধানীতে দুই বাসে আগুন
রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় দুটি বাসে হঠাৎ আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ভিক্টর পরিবহনের বাস দুটিতে কারা, কী কারণে আগুন দিয়েছে—তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ বা ফায়ার সার্ভিস।

সোমবার (১০ নভেম্বর) ভোরের দিকে দুটি বাসে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে তাদের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, ভোর ৫টা ৪০ মিনিটে আমরা সংবাদ পাই যে রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় ভিক্টর পরিবহনের দুটি বাসে আগুন লেগেছে। পরে আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, কীভাবে আগুন লেগেছে সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ঘটনাস্থলে কেউ হতাহত হয়নি বলেও নিশ্চিত করেন তিনি।

স্থানীয়রা জানান, রাতের শেষ ভাগে হঠাৎ করেই বাস দুটি থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। পরে এলাকাবাসীর সহায়তায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

এদিকে, আগুন লাগার ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসে আগুন দুর্বৃত্তদের পরিকল্পিত তৎপরতার অংশ হতে পারে। তবে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।