প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ নিয়ে সাম্প্রতিক জল্পনা-কল্পনার প্রেক্ষিতে স্পষ্ট অবস্থান জানালেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ। শনিবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি বলেন, “প্রধান উপদেষ্টা যাচ্ছেন না। তিনি চলে যাবেন বলেননি। তিনি অবশ্যই থাকছেন। আমাদের ওপর অর্পিত দায়িত্ব বড় দায়িত্ব, এই দায়িত্ব ছেড়ে আমরা যেতে পারবো না।”
উল্লেখ্য, ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে ১৯ জন উপদেষ্টা উপস্থিত ছিলেন। সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার মধ্যে এ ধরনের ঘোষণা মধ্যবর্তী সরকারের ভবিষ্যৎ গতি প্রকৃতি সম্পর্কে একটি ইতিবাচক বার্তা দেয় বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।