আন্তর্জাতিক

ফিনল্যান্ডের নির্বাচনে ডানপন্থীদের জয়

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
ফিনল্যান্ডের নির্বাচনে ডানপন্থীদের জয়
ফিনল্যান্ড পার্লামেন্ট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই শেষে জয় পেয়েছে দেশটির ডানপন্থী রাজনৈতিক দল। দেশটির মধ্য-ডানপন্থী ন্যাশনাল কোয়ালিশন পার্টি (এনসিপি) নির্বাচনে নিজেদের জয়ী বলে দাবি করেছে। যদিও জোট সরকার গড়তে হবে তাদের। পরাজয় স্বীকার করে জয়ী দলকে শুভকামনা জানিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী সানা মারিন। 

ভোটের হিসাবে প্রধানমন্ত্রী সানা মারিনের দল স্যোশাল ডেমোক্রেটিক পার্টি (এসডিপি) তৃতীয় অবস্থানে রয়েছে।

স্থানীয় সময় রবিবার ফিনল্যান্ডে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গণনা শেষে এনসিপি পেয়েছে ২০ দশমিক ৮ শতাংশ ভোট। জাতীয়তাবাদী ফিন্স পার্টি ভোট পেয়েছে ২০ দশমিক ১ শতাংশ। 

তবে ভরাডুবি হয়েছে সানা মারিনের স্যোশাল ডেমোক্রেটিক পার্টি (এসডিপি) এর হিসেবে। ক্ষমতাসীন দলটি পেয়েছে ১৯ দশমিক ৯ শতাংশ ভোট।

নির্বাচনে দেশটির বড় তিন রাজনৈতিক দল ২০ শতাংশের কাছাকাছি ভোট পেলেও কেউই এককভাবে সরকার গঠনের যোগ্যতা অর্জন করেনি। পার্লামেন্টের ২০০টি আসনের বিপরীতে এবার ফিনল্যান্ডের ২২টি রাজনৈতিক দলের ২ হাজার ৪০০-এর বেশি প্রার্থী ভোটের লড়াইয়ে নেমেছিলেন।

নিজেদের বিজয়ী দাবি করে রাজধানী হেলসিংকির এক রেস্তোরায় এনসিপির নেতা পেটেরি অর্পো বলেন, ‘আমরা সবচেয়ে বড় ম্যান্ডেট পেয়েছি। এই ফলাফলের ভিত্তিতে এনসিপির উদ্যোগে ফিনল্যান্ডে নতুন সরকার গঠনের বিষয়ে আলোচনা শুরু করা হবে।’

বর্তমান প্রধানমন্ত্রী সানা মারিনের নেতৃত্বাধীন এসডিপি ২০১৯ সালে ক্ষমতায় আসে। মাত্র ৩৪ বছর বয়সে বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি। বন্ধুদের সঙ্গে নাচের একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়লে সমালোচিত হন সানা মারিন।

নির্বাচনে পরাজয় স্বীকার করে নিয়ে সানা মারিন দলের সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে বলেন, ‘নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন। এনসিপিকে অভিনন্দন। ফিন্স পার্টিকেও অভিনন্দন। গণতন্ত্র কথা বলেছে।’