মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের অভিনব কৌশলে গ্রেপ্তার হয়েছেন দীর্ঘদিনের ওয়ারেন্টভুক্ত পলাতক মাদক কারবারি স্বপন মিয়া (৩৪)। শনিবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলামের দিকনির্দেশনায় সহকারী উপপরিদর্শক (এএসআই) শরাফত আলী এবং কনস্টেবল মো. রোকন উদ্দিন এ অভিযান পরিচালনা করেন।
ওসি আমিনুল ইসলাম জানান, স্বপন মিয়া দীর্ঘদিন মাদক ব্যবসা ও সীমান্তঘেঁষা চোরাচালান চক্রের সঙ্গে যুক্ত। পুলিশের উপস্থিতি টের পেলেই গা-ঢাকা দিতেন তিনি। স্থানীয়ভাবে তার একাধিক সোর্স থাকায় আগাম তথ্য পেয়ে বারবার পালিয়ে যেতেন।
এএসআই শরাফত আলী বলেন, সে অত্যন্ত চতুর। সামান্যতম নড়াচড়া টের পেলেই পালিয়ে যেত। এজন্য ভিন্ন কৌশল নিতে হয়।
অভিযানের বর্ণনা দিতে গিয়ে তিনি জানান, এবার ছদ্মবেশে অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বোরকা পরে নারী চরিত্রে এবং কনস্টেবল রোকন উদ্দিন পাঞ্জাবি ও টুপি পরে স্বামী সেজে মোটরসাইকেলে স্বপনের বাড়িতে প্রবেশ করেন। ঘরে ঢুকে দেখা যায়, স্বপন বিছানায় শুয়ে আছে। পরিস্থিতি বুঝে ওঠার আগেই তাকে আটক করা হয়।
ওসি আমিনুল ইসলাম আরও বলেন, এটি পুলিশের বুদ্ধিদীপ্ত একটি সফল অভিযান। কোনো অপরাধীই আইনের বাইরে থাকতে পারবে না। অপরাধীরা যত কৌশলই নিক না কেন, পুলিশ প্রয়োজনীয় পদ্ধতিতে তাদের আইনের আওতায় আনবে।
গ্রেপ্তারকৃত স্বপন মিয়াকে রবিবার (৯ নভেম্বর) আদালতে প্রেরণ করা হবে বলে নিশ্চিত করেছেন তিনি।