সারাদেশ

কুড়িগ্রামে ছাত্রাবাসে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
কুড়িগ্রামে ছাত্রাবাসে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
কুড়িগ্রামে গলায় ফাঁস দিয়ে মৃত্যুঞ্জয় রায় (২৪) নামের এক পলিটেকনিক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের ভোকেশনাল মোড় এলাকায় অবস্থিত অর্ণব ছাত্রাবাসের একটি কক্ষে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মৃত্যুঞ্জয় রায় কুড়িগ্রাম সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ পর্বের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায়।

সহপাঠীরা জানান, সন্ধ্যার দিকে অনেকক্ষণ কক্ষের দরজা বন্ধ থাকায় সন্দেহ হলে তারা ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়।

পুলিশ মরদেহ উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানসিক চাপে বা ব্যক্তিগত কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য তদন্ত চলছে।

এ ঘটনায় সহপাঠীরা শোকাহত এবং ক্যাম্পাসজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।