কুষ্টিয়া সদর উপজেলার হরিপুরের সালদাহ এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্র ও ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে। শুক্রবার রাত (৬ ডিসেম্বর) সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন- মো. শাহিন (৩৫), পিতা মৃত আনোয়ার হোসেন, মো. জাকির (৩০), পিতা জামু, মো. ইসলাম (৫০), পিতা মৃত মোসলেম তাঁরা সবাই হরিপুরের বোয়ালদহ এলাকার বাসিন্দা।
যৌথ বাহিনীর সূত্র জানায়, গভীর রাতে সালদাহ এলাকায় অভিযান চালিয়ে তাদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান এবং ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলেই তিনজনকে আটক করা হয়।
এ অভিযানে অংশ নেওয়া সংশ্লিষ্টদের দাবি আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার, চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ওসি (তদন্ত) মো. আব্দুল আজিজ বলেন, গোপন সংবাদে পরিচালিত অভিযানে অস্ত্র ও ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।
অভিযানের পর স্থানীয়দের মধ্যে স্বস্তি নেমে এসেছে জানিয়ে পুলিশ বলছে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন অভিযান আরও জোরদার করা হবে।