পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
খুলনার পাইকগাছায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে আজিজুর রহমান (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বান্দিকাটী এলাকায় সরলখাঁ দীঘিতে এ ঘটনা ঘটে।
নিহত আজিজুর রহমান ওই এলাকার কওসার আলী গোলদারের ছেলে। পেশায় তিনি ছিলেন চা বিক্রেতা। তাঁর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
স্থানীয়রা জানান, দুপুরে প্রতিদিনের মতো আজিজুর সরলখাঁ দীঘিতে গোসল করতে যান। ধারণা করা হচ্ছে, গোসলের সময় তিনি স্ট্রোক করলে পানিতে ডুবে মারা যান। দুর্ঘটনার সময় সেখানে অন্য কেউ ছিলেন না।
পরে বিকেল ৪টার দিকে পুকুরপাড়ের বাসিন্দা আনন্দী নামে এক কিশোরী গোসল করতে গেলে পানির নিচে থাকা কাপড়ে তার পা জড়িয়ে যায়। সন্দেহ হওয়ায় স্থানীয়রা পানিতে নেমে খোঁজ করলে আজিজুরের মরদেহ উদ্ধার করেন।
ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়লে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের আবহ সৃষ্টি হয়।