সারাদেশ

কুড়িগ্রামে ৪ টন ডিএপি সার জব্দ, বিএডিসি ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
কুড়িগ্রামে ৪ টন ডিএপি সার জব্দ, বিএডিসি ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
সোহেল রানা, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের উত্তর সাপখাওয়া মাস্টারমোড় এলাকায় পাচারের সন্দেহে ৪ হাজার কেজি (৪ মেট্রিক টন) ডিএপি সার জব্দ করেছে পুলিশ। শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ৯টার দিকে স্থানীয়দের সহযোগিতায় নছিমনবাহী সার আটক করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রায়গঞ্জ ইউনিয়নের সাপখাওয়া ও ব্যাপারীটারী এলাকায় বিএডিসি অনুমোদিত সার ডিলার মোছা. হালিমা খাতুনের প্রতিষ্ঠান মেসার্স রাদিয়া ট্রেডার্স-এর গুদাম থেকে রাত ৮টার দিকে ৮০ বস্তা সার (প্রতি বস্তায় ৫০ কেজি) একটি নছিমনে করে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছিল।

নছিমনটি মাস্টার মোড় বাজারের ভেতরের রাস্তা দিয়ে যাওয়ার সময় স্থানীয়রা সন্দেহজনক গতিবিধি দেখে গাড়িটি থামিয়ে চালকের কাছে এ বিষয়ে জানতে চান। চালক সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় তারা গাড়িসহ সার আটকে রাখেন। পরে খবর পেয়ে নাগেশ্বরী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সার ও গাড়িটি জব্দ করে থানায় নিয়ে আসে।

স্থানীয় কৃষক আজিজুল হক ও আরিফ হোসেন অভিযোগ করে বলেন, এলাকার কৃষকদের নিয়মিত সার সংকটে ভুগতে হয়। ডিলারের কাছে গেলে সার পাওয়া যায় না, পেলেও বেশি দাম দিতে হয়। অথচ রাতে গোপনে সার পাচার করা হচ্ছে। এর আগেও এই ডিলার অনিয়মের দায়ে ১ লাখ টাকা জরিমানা দিয়েছেন।

ঘটনাস্থলে থাকা নাগেশ্বরী থানার উপপরিদর্শক (এসআই) নাদিম বলেন, উচ্চ কর্তৃপক্ষের নির্দেশে সার ও নছিমন জব্দ করে থানায় আনা হয়েছে। বিষয়টি তদন্তাধীন।

এসময় সার ডিলার হালিমা বেগম ঘটনাস্থলে উপস্থিত থাকলেও সাংবাদিকদের কোনো মন্তব্য না করে দ্রুত সরে যান।

নাগেশ্বরী উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন বলেন, বিএডিসি ডিলার হালিমা খাতুনের গুদাম থেকে ৮০ বস্তা ডিএপি সার স্থানীয় খুচরা ব্যবসায়ীর কাছে সরানো হচ্ছিল। জনতা গাড়িটি আটক করেছে। শনিবার (৬ ডিসেম্বর) তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।