রাজনীতি

ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন স্থগিত নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সোমবার, ৬ মে, ২০২৪
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন স্থগিত নির্দেশ হাইকোর্টের
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন স্থগিতের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ৫ জুন এ আসনটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সোমবার (৬ মে) এ বিষয়ে এক শুনানি শেষে বিচারপতি মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এদিন আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব। পাশাপাশি শুনানিতে তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার মো. আশরাফুল ইসলাম ও অ্যাডভোকেট আইনুন নাহার।

এর আগে গত ১৬ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই। তার মৃত্যুতে আসনটি শূন্য হয়। পরে এই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার (৭ মে) আসনটিতে উপনির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। পাশাপাশি মনোনয়ন যাচাই-বাছাই  ৯ মে, বাছাইয়ের বিরুদ্ধে আপিল ১০-১৪ মে এবং আপিল নিষ্পত্তির সময় আগামী ১৫ মে। এ ছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৬ মে। আর পরদিন ১৭ মে প্রতীক বরাদ্দ করা হবে। সবশেষ ৫ জুন অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।