অর্থনীতি

টাঙ্গাইল শাড়ির স্বত্ব রক্ষায় ভারতে আইনজীবী নিয়োগ বাংলাদেশ সরকারের

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সোমবার, ৬ মে, ২০২৪
টাঙ্গাইল শাড়ির স্বত্ব রক্ষায় ভারতে আইনজীবী নিয়োগ বাংলাদেশ সরকারের
টাঙ্গাইলের শাড়ির জিআই স্বত্ব রক্ষায় আইনি লড়াই করতে ভারতে ‘মাসন অ্যান্ড অ্যাসোসিয়েটস’ নামক একটি আইনজীবী ফার্মকে নিয়োগ দিয়েছেন বাংলাদেশ সরকার।

শিল্প মন্ত্রণালইয়ের কাছ থেকে সোমবার (৬ মে) বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ লিখিত  তথ্য জানানো হয় । একইসাথে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের শতাধিক জিআই পণ্যের তালিকা করে সেটি আদালতে দাখিল করা হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি কয়েকশ বছরের পুরোনো ঐতিহ্য  টাঙ্গাইল শাড়িকে নিজেদের দাবি করে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেয় প্রতিবেশী দেশ ভারত। 


উল্লেখ্য, গেলো  ৮ ফেব্রুয়ারি টাঙ্গাইল শাড়িকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ সরকারের  শিল্প মন্ত্রণালয়।